ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?

ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখাঃ হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী এবং এর তিন দিন পর তাঁকে বন্দি অবস্থায় পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে গোপনে বঙ্গবন্ধুর বিচার শুরু হয়। ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?
ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?
- লায়ালপুর কারাগার
- ক্যাম্পবেলপুর কারাগার
- মিয়ানওয়ালি কারাগার
- ইসলামাবাদ কারাগার
উওরঃ লায়ালপুর কারাগার
আজকের পুরুষ্কার
- ৫ টি স্মার্ট ফোন
- ১০০ জিবি ডাটা
যারা এই পুরুষ্কার পাবেনঃ
এই কুইজে অংশ নেয়া সকল প্রতিযোগীর মধ্যে যারা সঠিক উত্তর দিবে তাদের সকল কে নিয়ে লটারি করা হবে। আর এই লটারির মাধ্যে ১০০ জনকে বিজয়ী করা হবে। আর এই ১০০ জনের মধ্যে প্রথম ৫ জনকে দেয়া হবে ৫ টি স্মার্ট ফোন। আর বাকি ৯৫ জনকে দেয়া হবে ১০০ জিবি করে ডাটা।
ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়? প্রশ্নে উত্তরের ব্যাখ্যা
করাচি থেকে কালবিলম্ব না করে কঠোর গোপনীয়তায় বঙ্গবন্ধুকে নেওয়া হয় লাহোরের ৮০ মাইল দূরের লায়ালপুর শহরের কারাগারে। একাধিক কেন্দ্রীয় কারাগার থাকা সত্ত্বেও শেখ মুজিবকে দূরবর্তী জেলা শহরের কারাগারে আটক করার প্রধান উদ্দেশ্য ছিল তাঁকে মানসিকভাবে পিষ্ট করা।
সেদিক দিয়ে লায়ালপুর, বর্তমান ফয়সলাবাদ, যোগ্য স্থানই বটে; কেননা লায়ালপুর পাকিস্তানের উষ্ণতম স্থান, গ্রীষ্মে এখানে তাপমাত্রা ১০০ ডিগ্রি ছাপিয়ে যায়, বন্দীদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তদুপরি বঙ্গবন্ধুকে আটক রাখা হয়েছিল নিঃসঙ্গ সেলে, গরমে তেতে ওঠা সেই কারাকক্ষে কোনো পাখাও ছিল না।
Related Question
ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর?
থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে?
করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন?
স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে?
পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি?
করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?
সূচিপত্র